Wednesday 13 June 2012

এলোমেলো


বহুদিন রঙ তুলি ভুলে গেছি।
বদলে এনেছি
জবাব-সওয়াল কিছু... কিছু চোরাবালি...
দু'হাতের তালু জুড়ে কালি... শুধু কালি...।

তবু অগোচরে সেই মরে যাওয়া জলরং কাগজ রাঙায়...

মেঘ-ছেঁড়া-রোদ্দুর তন্দ্রা ভাঙায়
শর্মিলি ঘাস হেসে দিগন্ত পার করে বিছায় আঁচল
পাহাড়ের গায়ে গায়ে গলে পড়ে সিন্দুরি মেঘেদের দল
দেবদারু সারি
কানে কানে বলে দেয় আকাশ আমারই...
আর দূরে... বেশ নিচে... রূপোলি ফিতের মত চলে যায় বেঁকে
ঝিরঝিরে নদী এক মিষ্টি নামের; তোর হাসি দেখে
হেরে যায় নিমেষেই ঝরে পড়া চিনারের পাতা অবিরত...
কোলাজের মত এসে ভিড় করে ধোয়া ছবি যত...

এইটুকু আঁকা হলে আমি বলি... আর নয়! চল...
ওঠ দেখি! এলোমেলো ছবি সব... তাই নয়? বল...?

তবু কোথা থেকে
টুকরো হাসির কথা কারা যায় রেখে!
আঁধারি মনের মাঝে প্রশ্ন ধাঁধায়...

"ওইখানে একখানি ঘর বাঁধা যায়??"