Thursday 18 April 2013

যদি লিখতেও বসি


যদি লিখতেও বসি তোকে কোনোদিন, নিঃসঙ্কোচে আমি বলে দিতে পারি, সেইসব চিঠিগুলো শুরুও হবে না কক্ষনো। অত্তো সময় কই?কত কাজে সারাদিন মেতে আছি বল?ব্যস্ততা লেপে দেওয়া রাশি রাশি জঞ্জালে ডুবে আছি।
আটকে রয়েছি,স্থির,আকাশ উপচে পড়া শূণ্যের মাঝখানটিতে...
...অবসর?
অভাব'টা সেখানেই আসলে,জানিস।


যদি বা পেরিয়ে যাই প্রথম লাইনক'টা,আদবকায়দা মেনে সম্বোধনের পাট..."কেমন আছিস? ভালো...?",জীর্ণ প্রশ্ন কিছু, সদুত্তরহীন...কলম নুইয়ে যাবে তারপরে এসে।...কি নিয়ে এগোবে কথা?
তোর প্যাস্টেলটা'র বান্ধবী কবিতা'টি বাড়ি বদলেছে।আমার দু'হাত জুড়ে 'সংসার' লেখা;চিঠির বয়ান তাই শোনাবে জটিল,সাম্প্রদায়িক কোনো দাঙ্গার মত...
কি ভাবে এগোবে কথা?
...বিষয়?
অভাব'টা সেখানেই আসলে,জানিস।



যদি কোনোক্রমে,কোনো চিঠি,শেষটেশ হয়'ও কখনো,'ইতি, তোর'ই' লিখে হাতড়াবো শেষ শব্দ'টা...আদরের ডাকনাম থমকে ছড়িয়ে যাবে, ঝুটো মুক্তোর মালা...নকল,নিটোল...
আস্তানা উতখাত হয়ে যাবে বুদবুদ জলছবিদের...
'ইতি,তোর' কে?
পরিচয়...
অভাব'টা সেখানেই আসলে জানিস...

Tuesday 2 April 2013

কোপাই


ছায়াদিন নদীখাতটুকু ছুঁয়ে আনাড়ি খেলায় মাতলো খুব...
গোধূলি ডোবালো নগ্ন দুটি পা ছুটি-জলে নেমে ধাপে ধাপে,
তাঁতের শাড়ির পাড় একখানি পথ ছুটে চলে গেছে কবে
লালচে পায়ের ধুলো ছাপে...
ছুটি-জলে নেমে ধাপে ধাপে...

বুনোফুলে আস্কারা... শেষবেলা... রোদগুলো বড় বেহায়া যে...
"ও সাঁঝ...!! কাঁধের পড়ন্ত চুল একটু সরাবো...?"... খুনসুটি...!
সে চুল চুঁইয়ে পড়ে সাতরঙা ঘুম... না আদর...? বোঝানো দায়...
দ্বিধা... দ্বিধা ভাবে হাতদুটি...
ছোঁয়াছুঁয়ি খেলা... খুনসুটি...!

রূপোলী কোমরে ভাঙা ভাঙা ছায়া স্পর্শ আঁকলো... শব্দ কই...?
হাওয়া বদলালো মেঘেদের ভিড়ে... ভরসা জমলো আকাশে লীন,
উষ্ণতা ছুঁলো আঙুলের শীত... সোহাগ নামের গান হল
কুয়াশাস্নাত সাঁঝকালীন...
ভরসা জমলো... অন্তহীন...

ছায়াদিন নদীখাতে নেমে গেল... গাঢ় নীল খেলা ছোঁয়াছুঁয়ি...
ঘাসে মুখ ঘষে গাঢ়তর নীল হল কতগুলো বেভুল সুর...
সব গলে গিয়ে এ বাউল শীতে “আমরা-দু'জন” হয়ে গেল...
আমাদের বাড়ি অচিনপুর...
আমাদের বাড়ি.............