Tuesday 15 April 2014

স্ক্রিবল, ১লা বৈশাখ, ১৪২১


ঘড়ির হিসাব রাত অনেক,
চোখের পাতায় নুন-বালি,
আজকে নিয়ে উনিশটি রাত পায় নি ঘুমের নাগাল;
ব্যস্ত শহর আঁকড়ে আমি সমস্ত রাত জাগা...

তোমার খবর নিইনি তো!
তোমায় ভুলে গেছিই প্রায়...
সময় পেলেই দেওয়াল গড়ি, পাহাড় দোষারোপের...
কাঁচ রেখেছি, আঁচ রেখেছি কাঁটার ঘেরাটোপে।

তোমার পাড়ায়  চুপটি রাত,
পর্দা ওড়ে ছলাতছল,
তোমার উঠোন রঙিন করে স্বপ্ন সারি সারি...
কি মন হলো? স্বপ্ন'তে তোর এই পেতেছি আড়ি...

... নরম  আলো, সাঁঝ বোধহয়...
ছায়ায় ঢাকা দশ'টা মুখ,
নাম জানিনা, কি খুশী তুই তবু ওদের সাথে !
বেশ বুঝেছি কেন আমার ঘুম আসেনা রাতে...