Thursday 14 March 2013

ঘর গোছানোর ছড়া


কম্‌লা রেখো ঘুমপাহাড়ে,
সব মোহরে নীলচে ভ্রমর,
আমার ভেতর তোমায় রেখো
আর আমাকে তোমার ভেতর।

সুটকেসেতে বনপলাশী
রেলিং যেন হয় আকাশি
ডানার যাওয়া-আসায় রেখো
চমক লাগা ফুস্‌মন্তর...!
তোমার ভেতর আমায় রেখো
আর আমাকে তোমার ভেতর।

ছন্দ রেখো ভুল-ইমনে,
আয়না রেখো সইবিহনে...
ছদ্মনামে 'তুমি'ই বোলো,
ডাকনামেতে বলিস দোসর...
তোর ভেতরে আমায় রাখিস,
নিজেও থাকিস আমার ভেতর।

Friday 1 March 2013

মুঠোফোন

মেঘালী রোদ, ভেজা সরোদ, নিষাদে নীল...
বৃষ্টি ধোয়, দৃষ্টি ছোঁয় লুকোনো তিল...
সে ইতিহাস; ঘুরেছে মাস... মার্চ এখন,
শীত খুঁটে তিতকুটে তেভাগা মন...