Friday 26 July 2013

ত্রিকোণের আগে


তোকে ছাড়া আমি কাটিয়ে এসেছি দিন,
তাই তোকে ছাড়া কাটাতে এসেছি ছুটি,
জানি,দোষ তুই ধরবি না সঙ্গীণ...
বড় জোর 'স্বার্থপর',বা 'হিংসুটি'...

বড় জোর অভিমান... তোর অজানিতে
ফন্দি পেতেছে বর্ষার মেঘে মেঘে,
আমাদের পারিপার্শ্বিক পরিধি'তে
আমরা দু'জন বাদ পড়ে গেছি দেখে...

ঘষটানো দিন,রাত্তিরগুলো ভোঁতা,
চাবুক চালালো শাণিত বজ্রপাতে,
অস্থির দাবী,উত্তাপ...অন্যথা
হবেই আখেরে আমাকেও পস্তাতে!

ওরা সমুদ্রে মাদক মেশাতে পারে,
পাঁচখানি মুখ গুঁজে রাখে পাঁচ কানে,
আড়াল সরালে বিবস্ত্র করে ছাড়ে,
বহুভূজ আঁকে বোঝাতে প্রেমের মানে।

বিষ-তেতো হল আদুরে চায়ের লিকার,
মিশকালো স্রোতে নিজেকে দিচ্ছি সঁপে,
একজন আমি তোকেই করে না স্বীকার,
একজন পড়ে মরা-কটালের কোপে...

এখানে ডুবছি;সাগরে উথাল শ্রাবণ...
আর শীতঘুম তোর ঘরে-অন্দরে,
পারবো না;শেষে হয়তঃ ফিরেই যাবো...
তবু মাঝেমাঝে পারতে ইচ্ছে করে...!

Tuesday 2 July 2013

পাহাড়িয়া


এইখান থেকে মিনিট দশেক আর,
পাইনের সারি, চুলের কাঁটার বাঁক,
পেরিয়ে দ্বাপর যুগের অন্ধকার
ফিরছি; কোথায়, সে কথা বরং থাক...

খেয়ালের সাথে পথ পাকিয়েছে জট,
বাঁয়ে রয়ে গেল রুংলি রুংলিয়ট,
ঘুমেলা গ্রামের কোল জুড়ে ঘনঘোর,
ফিরছি, সে কথা না জানাই ভালো ওর।

নভেম্বরের তীক্ষ্ণ মহুয়া শীত,
তিস্তার বুকে ঘুমিয়েছে রঙ্গিত,
ধূসরে বিলীন সবুজাভ যত ঢেউ...
আমি যে ফিরেছি ওকে জানিওনা কেউ;

নিস্তব্ধতা নাম সহযাত্রীর,
কমলা স্বপ্ন কাঞ্চনজঙ্ঘার,
পাথুরে হচ্ছে পাইনাস রাত্রি...
পাহাড়, বলো না...! ও কি ফিরেছিল আর...?