Tuesday 15 April 2014

স্ক্রিবল, ১লা বৈশাখ, ১৪২১


ঘড়ির হিসাব রাত অনেক,
চোখের পাতায় নুন-বালি,
আজকে নিয়ে উনিশটি রাত পায় নি ঘুমের নাগাল;
ব্যস্ত শহর আঁকড়ে আমি সমস্ত রাত জাগা...

তোমার খবর নিইনি তো!
তোমায় ভুলে গেছিই প্রায়...
সময় পেলেই দেওয়াল গড়ি, পাহাড় দোষারোপের...
কাঁচ রেখেছি, আঁচ রেখেছি কাঁটার ঘেরাটোপে।

তোমার পাড়ায়  চুপটি রাত,
পর্দা ওড়ে ছলাতছল,
তোমার উঠোন রঙিন করে স্বপ্ন সারি সারি...
কি মন হলো? স্বপ্ন'তে তোর এই পেতেছি আড়ি...

... নরম  আলো, সাঁঝ বোধহয়...
ছায়ায় ঢাকা দশ'টা মুখ,
নাম জানিনা, কি খুশী তুই তবু ওদের সাথে !
বেশ বুঝেছি কেন আমার ঘুম আসেনা রাতে...

Thursday 23 January 2014

ভাবী

বর্ষা আসবেই? জানো কি? জানো ঠিক?
জ্যোত্স্না, মেঘ সব এখানে সাময়িক,
এখানে বাসা বাঁধে মেঘের শত্তুর,
গরম বাড়ছেই, চরম রোদ্দুর...

ভাঁড়ারে হা-হুতাশ, কোথায় মন দি?
এখানে মেঘমাস কফিনে বন্দী...
বাড়ছে রেলভাড়া যেমন দস্তুর,
পাল্লা দিয়ে আরো বাড়ছে রোদ্দুর!

দু'বেলা জল আসে কলের লাইনে,
তা থেকে বৃষ্টির আভাসও পাই'নে...
ওদিকে সাতরঙ... চশ্ম-এ-বদদূর...
অনিবারণ যেন প্রবল রোদ্দুর...

এখনও হাতে আছে শেষ দানের তাস...
আসুন, ছায়া খুঁজি (সব'ই তো ক্যাকটাস!)
দীপকে মল্লারে বলুক সামবেদ,
আগুন জ্বলবে, না বৃষ্টি নামবে?