Thursday 23 January 2014

ভাবী

বর্ষা আসবেই? জানো কি? জানো ঠিক?
জ্যোত্স্না, মেঘ সব এখানে সাময়িক,
এখানে বাসা বাঁধে মেঘের শত্তুর,
গরম বাড়ছেই, চরম রোদ্দুর...

ভাঁড়ারে হা-হুতাশ, কোথায় মন দি?
এখানে মেঘমাস কফিনে বন্দী...
বাড়ছে রেলভাড়া যেমন দস্তুর,
পাল্লা দিয়ে আরো বাড়ছে রোদ্দুর!

দু'বেলা জল আসে কলের লাইনে,
তা থেকে বৃষ্টির আভাসও পাই'নে...
ওদিকে সাতরঙ... চশ্ম-এ-বদদূর...
অনিবারণ যেন প্রবল রোদ্দুর...

এখনও হাতে আছে শেষ দানের তাস...
আসুন, ছায়া খুঁজি (সব'ই তো ক্যাকটাস!)
দীপকে মল্লারে বলুক সামবেদ,
আগুন জ্বলবে, না বৃষ্টি নামবে?