Tuesday 25 June 2013

ঘুমজড়ানো


এক

একটা গাছের হলদেটে ফুল খুব ঝরেছে পাগলা ঝড়ে,
একটা আকাশ বিনীল রাতে ডুব দিয়েছে ভুলসাগরে;
                   একটা সবুজ গঙ্গাফড়িং
                   মেঘ হয়েছে রাত্তির দিন
একটা ছেলে ঘুম গিয়েছে চিঠির ঝাঁপি আগলে ধরে...



দুই

ঘুমজড়ানো রাত্রি এলে আমার কড়া নেড়ে
মাঝেমাঝেই তোর হাসি'রা আমায় খুঁজে ফেরে...
রাতবিরেতে উল্কা-ইমন দিব্বি খুঁজে আনিস,
সত্যি ছিলি? স্বপ্ন ছিলি? তুইও কি ছাই জানিস?



তিন

ঘুম ভিড় করে আনাচে-কানাচে,
কথার নৌকো নির্বাক স্রোতে,
জ্যোৎস্নার বাড়ি আঙুলের ভাঁজে,
স্বপ্নের বাসা ইনবাক্স'তে...

Wednesday 12 June 2013

কৈফিয়ত


"কি কারণে ছিল আঙুলে আঙুল... সহজিয়া ভালোবাসা...?"
"পকেট, হৃদয়, জীবন উপচে সময়ের ছিল বাসা।"

"কি কারণে আমি মাড়িয়ে এসেছি সব ছায়া উদ্ধত...?"
"সময়। সময় পিছলে যাচ্ছে জ্যান্ত মাছের মত।"

"কি কারণে আমি বিদ্ধ হলাম তীক্ষ্ণধার ছোবলে...?"
"শাস্তি হয়েছে। সময়ের কড়ি পুড়িয়ে এসেছো বলে..."